Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

৭নং পাতিবিলা ইউনিয়ন পরিষদটি ১৯৪৯ সালে স্থাপিত হয়। ঐ সময় ইউনিয়ন পরিষদটি বিরাট এক আয়তন নিয়ে গঠিত ছিল। কিন্তু বর্তমানে সেটি কে তিন ভাগে ভাগ করা হয়। এবং সেটাকে তিন ভাগে ভাগ করে পাতিবিলা, হাকিমপুর, জগদীশপুর ইউনিয় গঠিত হয়। এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মো: সহিদুল ইসলাম, এর বর্তমান আয়তন ১৭.৩৪ বর্গ কি: মিটার, এ ইউনিয়নের মোট গ্রামের সংখ্যা ১০টি। পাতিবিলা ইউনিয়নে মোট জনসংখ্যা বর্তমানে ১৫,৯০৩ জন, তার মধ্যে নারী – ৭,৬৪৫ জন ও পুরুষ- ৮২৫৮ জন। এ ইিউনিয়নে নির্বাচিত সদস্য সংখ্যা ১৩, ইউনিয়ন পরিষদ সচিব ০১, এবং গ্রাম পুলিশ ০৭ জন। আর চেয়ারম্যান , সচিব, ইউনিয়ন সদস্য ও গ্রাম পুলিশ সহ এলাকার জনগণের সহযোগিতায় ইউনিয়নটির জনগণ শান্তি পূর্নভাবে তাদের বসবাস সহ বিভিন্ন সেবা পেয়ে থাকে।