Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

বিবরণঃ মৎস্য উৎপাদন ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চৌগাছার হায়াতপুর বাওড়। হায়াতপুর গ্রামের চৌপাশে বেড় দেওয়া তাই এ বাওড়কে হায়াতপুর নামে নামকরণ করা হয়। পাতিবিলা  ইউনিয়নের অন্তর্গত এ বাওড়টি একদিকে যেমন মৎস্য উৎপাদন করে আমিষের চাহিদা পূরণ করছে তেমনই সৌন্দযের স্বপ্ননীল সম্ভাষনে নিজেই সেজে থাকে এক অপরূপ জলপরী।
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের স্বপ্ন নিকেতন এ ডায়নার বিল বিচিত্র অতিথি পাখিদের আগমন আর বিচিত্র সব জলজ উদ্ভীদ লালশাপলা নীল শাপলা সাদা শাপলা মনে করিয়ে দেয় দেশের যে কোন প্রাকৃতিক সৌন্দর্য্যরে স্থান থেকে কম নয়।শীত কালে অতিথি পাখিদের কলকাকলীতে ভরে ওঠে ডায়নার আয়নার মত ঝকঝকে বিল। অতিথি পাখিদের মধ্যে চখা, জল পায়রা, জলপিপি, দমকুল, মানিকজোড়, হাসপাখি, ভীলভীলে, পানকৌড়ি, বক, ধলেশ্বর, কাদা খোঁচা, মাছরাঙা উল্লেখযোগ্য।
অতিথি পাখির এ অভয়ারন্যে হতে পারে দেশের একটি বিশেষ পর্যটন কেন্দ্র।উপজেলা সদর থেকে কোটচাঁদপুর সড়ক বরাবর যেয়ে ০৬ কিঃ মিঃ দুরে পাতিবিলা ইউনিয়নে ৬নং ওয়ার্ডে হয়াতপুর বাওড় আবস্থীত ।